Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

 

-:সেবাসমূহ:-

 

সরকারি সেবাসমূহ :-বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়েভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদপ্রভৃতি।

 

 

জীবনজীবিকা ভিত্তিক তথ্য :- কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহেজাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করেইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

 

 

বানিজ্যিক সেবা:-মোবাইলব্যাংকিং (মাকেন্টাইলব্যাংক),  কম্পিউটার প্রশিক্ষণ, ছবিতোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, যে কোন পরিক্ষার ফলাফল, সরকারী ফরম, কম্পোজ প্রিন্টি, ভিসা আবেদন ওট্র্যাকিং, সচেতনতামূলক ভিডিও শো, , ফটোকপি, ফোন কল করাপ্রভৃতি।

১। কম্পিউটার প্রশিক্ষণ

২। কম্পিউটার কম্পোজ

৩। ফটোষ্ট্যাট

৪। লেমিনেটিং

৫। ছবি তোলা

৬। স্টুডিও

৭। বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও

৮। বড় পর্দায় প্রজেক্টরে ছবি দেখানো

৯। স্ট্যাম্প বিক্রয়

১০। বিদ্যুৎ বিল জমা নেয়া

১১। পাসপোর্ট ফরম সা সেবা প্রদাপুরণ

১২। ভিষা চেক

১৩। দেশে বিদেশে ইমেইল

১৪। দেশে বিদেশে ফোন-ফ্যাক্স

১৫। দেশে বিদেশে স্কাইপে ছবি দেখা সহ কথা বলা

১৬। সরকারী ফরম প্রদান

১৭। ইন্টারনেট ব্রইজিং

১৮। ইন্টারনেটে পরীক্ষার রেজাল্ট ও মার্কসীট প্রদান

১৯। জমির জাবেদা নকল প্রদান

২০। ভারতের ভিষার ডেট করে দেয়া

২১। চাকুরীর তথ্য প্রদান

২২। কৃষি তথ্য ও পরামর্শ প্রদান

২২। ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

২৩। ইন্টারনেটে ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন করে দেয়া

২৪। ইন্টারনেটে ছাত্র-ছাত্রীদের কলেজের ভর্তি ফরম প্রদান

২৫। ইন্টারনেটে শিক্ষক নিবন্ধন সহ আরো অন্যান্য কাজ করা হচ্ছে।